নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্ত ভারও দেওয়া হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে (Damayanti Sen)। এর আগে ইতিমধ্যে রাজ্যের চারটি ধর্ষণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে দময়ন্তীকে। নামখানা কান্ডের দায়িত্ব দেওয়ার পাশাপাশি কলকাতা হাই কোর্ট জানিয়েছে, দময়ন্তী তদন্তভার নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে (CBI) দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে।
বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী। গত ১২ এপ্রিল তাঁকে রাজ্যের চারটি ধর্ষণকাণ্ড— দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির তদন্ত নজরদারি করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। এবার নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্ত ভারও দেওয়া হল তাঁকে।
গত ৮ এপ্রিল রাতে নামখানায় (Namkhana rape case) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। নির্যাতিতা বাড়ি থেকে বেরিয়ে মাঝরাতে শৌচালয়ে যাওয়ার পথে আক্রান্ত হন। গণধর্ষণের পর তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা। কিন্তু বাড়ির লোক টের পাওয়ায় গুরুতর আহত হলেও ওই মহিলা বেঁচে যান। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তরা শাসক দল তৃণমূলের সদস্য। ঘটনায় গ্রেফতারও করা হয় দু’জনকে। এ বার ঘটনাটির তদন্ত ভার দেওয়া হল দময়ন্তীকে।
এমনকি গাংনাপুর ধর্ষণ কাণ্ড এবং খুনের তদন্ত ভারও দময়ন্তীকেও দেওয়ার অনুরোধ করেছিলেন নির্যাতিতার বাবা। সেই মামলার শুনানি এখনও বাকি। তবে তার আগে নামখানা ধর্ষণের তদন্ত ভার কলকাতা হাই কোর্ট দিল দময়ন্তীকে। এই নিয়ে রাজ্যের পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন দময়ন্তী।