তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। ফের তৃণমূলে ফিরেছিলেন। বিজেপি অভিযোগ তুলেছিল, তিন আদিবাসী মহিলাকে দন্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো হয়। পঞ্চায়েত নির্বাচনে এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিউলি মার্ডি।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের গোফানগর পঞ্চায়েতের ৭১ নম্বর চক বলরাম আসনে জয়ী হয়েছেন তিনি। নবজোয়ারের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছিলেন। ১০৫ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন। তৃণমূলের একাংশ অনুযায়ী, বিজেপির অভিযোগের যোগ্য জবাব দিয়েছেন শিউলি মার্ডির।