সাত বছরের অপেক্ষার অবসান। ফের দার্জিলিংয়ে চালু হল প্যারাগ্লাইডিংয়। জানা গিয়েছে, দার্জিলিংয়ে সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত এই প্যারাগ্লাইডিং পরিষেবা পাওয়া যাবে।
তবে, এই প্যারাগ্লাইডিং পরিষেবাটি সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করছে। রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেই প্যারাগ্লাইডিং করতে পারবেন। ১৫ থেকে ৩০ মিনিট সময় অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। তবে, খরচ সম্পর্কিত কোনও তথ্য এখনও জানা যায়নি।
আরও পড়ুন - দুর্যোগে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, জারি হল কমলা সতর্কতা
দার্জিলিংয়ে এক সময় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অংশ ছিল প্যারাগ্লাইডিং। ২০১১ সালে প্রথম শুরু হয়েছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস। সেই সময় দার্জিলিংয়ে গিয়েছেন অথচ প্যারাগ্লাইডিং করেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে। কিন্তু ২০১৭ সালে সেটি বন্ধ হয়ে যায়।