দার্জিলিং মানেই গ্লেনারিজ। দার্জিলিংয়ে ম্যালের পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের অন্যতম ঠিকানা এই গ্লেনারিজ। কিন্তু পর্যটকদের জন্য দুঃসংবাদ। প্রায় ১১০ বছরের ঐতিহ্য ভেঙে দার্জিলিং চা না বেচার সিদ্ধান্ত জানিয়েছেন গ্লেনারিজ কর্ণধার অজয় এডওয়ার্ডস। চা শ্রমিকদের বোনাসের ক্ষেত্রে রাজ্য সরকারের বৈমাত্রেয় আচরণের জন্যই তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে গ্লেনারিজ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, রাজ্য সরকার দু-কিস্তিতে চা শ্রমিকদের বকেয়া বোনাস মেটাতে চেয়েছিল। দুর্গাপুজোর আগে ১৫ শতাংশ এবং কালীপুজোর আগে বাকি ৫ শতাংশ বোনাসের কথা ঘোষণা করা হয়। কিন্তু গ্লেনারিজের মালিক তথা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডস জানান, দু-কিস্তি নয়। পুজোর আগেই চা শ্রমিকদের পুজো-বোনাস মিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন- West Bengal Dengue Update: পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, চিকিৎসা খরচে রাশ টানার নির্দেশ নবান্নের
উল্লেখ্য, পাহাড়ের রাজনীতিতে অজয় এডওয়ার্ড এখন এক বড় নাম। তাঁর হামরো পার্টি প্রথমবার লড়তে নেমেই পাহাড়ের শাসনভার হাতে তুলে নিয়েছে। তৃণমূল-বিজেপির পাশাপাশি নির্বাচনে অন্যান্য পাহাড়ি দলগুলিও বিশেষ সুবিধে করতে পারেনি। পাহাড়ি মানুষদের বিপদে-আপদে এখন 'ঘরের লোক' এই অজয়। ফলে গ্লেনারিজের এই সিদ্ধান্তে পাহাড়ে হামরো পার্টি তথা অজয় এডওয়ার্ডসের গ্রহণযোগ্যতা বাড়ানোর নয়া কৌশল বলেই মত রাজনৈতিক মহলের।