দার্জিলিং পাহাড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে টয় ট্রেন পরিষেবা (Darjeeling Toy Train Service)। আগামী ২০ জুলাই থেকে ৩১ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত জয় রাইড।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৫২৫৯৪, ৫২৫৯৮ এবং ৫২৫৪৪ স্টিম ইঞ্জিন-সহ ৫২৫৯৭ ডিজেল ইঞ্জিনের টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন চলবে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। কয়েকটি জেলায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষায় পাহাড়ে পর্যটকও কম৷ তাই দুর্ঘটনা এড়াতেই বন্ধ থাকছে জয় রাইড।
Jalpaiguri: জলপাইগুড়ি থেকে ৩ দশক পর চালু দার্জিলিং যাওয়ার বাস
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ফলে এই সময় বেশ ঝুঁকি নিয়েই ট্রেন চালাতে হয়। বর্ষায় পর্যটক কম থাকায় টয় ট্রেনের চাহিদাও অনেকটাই কমে যায়। তাই আপাতত এই চারটি জয় রাইড বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।