১৩ মার্চের পর লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্য সফর করবেন কমিশনের প্রতিনিধিরা। ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখবেন তাঁরা।
নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সফর
সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বর্তমানে তামিলনাড়ুতে রয়েছেন। তারপর তাঁরা উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর যাবেন। এবং ১৩ মার্চের পর শেষ হবে তাঁদের রাজ্যসফর।
বিভিন্ন সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তায় রয়েছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ফলে এরাজ্যে একাধিক দফায় ভোটগ্রহণ পর্ব চলতে পারে।
কবে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী?
এদিকে মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর ও বারাসতে সভা রয়েছে তাঁর।