টানা লকডাউনে ব্যাপক ধাক্কা খেয়েছিল ব্যবসা। পরে আবার বাজার চাঙ্গা হলেও সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি বোলপুরের গঙ্গোপাধ্যায় দম্পতি। প্রবল ঋণের বোঝা মাথায় নিয়েই সোমবার আত্মহত্যার পথ বেছে নেন পুলক গঙ্গোপাধ্যায় এবং মুক্তমালা গঙ্গোপাধ্যায়। অভিযোগ, একমাত্র কন্যা ইন্দ্রাণী আত্মীয়ের বাড়ি যেতেই সেই সুযোগ কাজে লাগিয়ে বিষ খান তাঁরা। স্থানীয় সূত্রে খবর, তাঁরা কাঁথার স্টিচের ব্য়বসা করতেন।
মঙ্গলবার প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঢুকে ওই দম্পতির নিথর দেহ দেখতে পান। খবর পেতেই পুলিশ এসে দেহ দুটিকে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়।