ট্রেনের কামরা থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রাধিকাপুরে। বৃহস্পতিবার সকালে ওই ঘটনা নজরে আসতেই হইচই পড়ে যায় স্টেশনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে আরপিএফ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে কাজ করছিলেন সাফাইকর্মীরা। নির্দিষ্ট কামরাটি পরিস্কারের সময় সাফাইকর্মীদের নজরে আসে বিষয়টি। তারপরেই তাঁরা কর্তব্যরত পুলিশকর্মীদের বিষয়টি জানান। তাঁরা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান।
আরও পড়ুন- Bengal Govt. Liquor Shop: পাহাড়ের তিন জেলায় মদের দোকান খুলছে রাজ্য সরকার, ডাকা হল ই-টেন্ডার
মৃতদেহের পাশ থেকে বেশ কিছু নথিপত্র মিলেছে বলেই খবর। আরপিএফ সূত্রে খবর, সেখান থেকে ব্যাঙ্কের একটি পাসবইও মিলেছে। ওই পাসবইটি চম্পা দেবী নামক উত্তরপ্রদেশের এক বাসিন্দার বলেই জানিয়েছে রেল পুলিশ। আপাতত ওই পাশবইয়ের সূত্র ধরেই শুরু হয়েছে তদন্ত।