২২ দিন আগে নিখোঁজ ইমারত ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার । ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করেই মৃতদেহ উদ্ধার করে কুলতলি (Kultali Murder) থানার পুলিশ । ধৃত জেরায় দাবি করেছে, খুনের পর তিনি বাগানে পুঁতে দেন ওই ব্যবসায়ীর দেহ ।
১৭ মে-এর ঘটনা । ওইদিন নিখোঁজ হয়ে যান দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার প্রাণকেন্দ্র জামতলার বাসিন্দা বিজয়কৃষ্ণ কয়াল । পরিবারের দাবি, সন্ধেবেলা বাড়ি থেকে বেরনোর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি । এরপর ওইদিন রাতেই বিজয়কৃষ্ণর ফোন থেকে বাড়িতে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। পুলিশে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয় । বৃহস্পতিবারই ঘটনায় স্থানীয় জালাবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পালেরচক গ্রামের যুবক তন্ময় মণ্ডলকে গ্রেফতার করে । তাঁকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ পাওয়া যায় ওই ব্যবসায়ীর ।
আরও পড়ুন, Gujarat High Court : 'আগে ১৭-তে মা হয়ে যেত মেয়েরা', নাবালিকার গর্ভপাতের আবেদনে জানাল গুজরাত হাইকোর্ট
তন্ময় জানান, বিজয়কৃষ্ণকে খুন করে তাঁদের বাগানের মাটিতেই দেহ পুঁতে দেন । ঘটনাস্থলে গিয়ে কুলতলি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। খুনের কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।