আলমারির ভিতর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার । জানা গিয়েছে, তিনদিন ধরে ওই বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । তাঁর স্বামীও নিখোঁজ । অবশেষে, শনিবার সকালে বৃদ্ধার দেহ উদ্ধার গল ঘরেরই আলমারি থেকে । জানা গিয়েছে, এদিন বৃদ্ধার (Old Woman body recovered from Almirah) ছেলে আলমারি খুলতেই মেঝেয় গড়িয়ে পড়ে তাঁর মায়ের মৃতদেহ । হুগলির চুঁচুড়ার (Hooghly Crime News) ঘটনা । পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে খুন করে আলমারির মধ্যে দেহ রেখে চম্পট দিয়েছেন তাঁর স্বামী ।
মৃতের নাম ভারতী ঘোষ (৬৫)। স্বামী কাশীনাথ ঘোষের সঙ্গে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটের কাছে একটি বস্তিতে ভাড়া থাকতেন তিনি । তাঁর দুই ছেলে তাঁদের সঙ্গে না থাকলেও, বস্তি এলাকার আশেপাশেই থাকেন । স্থানীয় সূত্রে খবর, তিন দিন ধরে ভারতীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । কাশীনাথকেও দেখা যাচ্ছিল না কয়েকদিন । শনিবার সকালে তাঁদের এক ছেলে বাড়িতে গিয়েছিলেন । জামাকাপড় বার করার জন্য একটি আলমারি খোলেন তিনি । আর আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর । প্রথমে মায়ের হাত দেখতে পান তিনি । আর আলমারির পাল্লা পুরোটা খুলতেই মেঝেতে গড়িয়ে পড়ে ভারতীর দেহ ।
আরও পড়ুন, Bombing In Baruipur: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে বোমা, আতঙ্কে পরিবার
তবে, বৃদ্ধার স্বামী কাশীনাথের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে । তাঁর খোঁজ চলছে । মনে করা হচ্ছে, কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন । ঘটনার তদন্ত করছে পুলিশ ।