বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায়। মৃত ওই কর্মীর নাম দীনবন্ধু মিদ্যা। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে সামান্য দূরেই তাঁর মৃতদেহ উদ্ধার করে। BJP নেতৃত্বের অভিযোগ, ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং পুরো ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে বৃহস্পতিবার নিজের এলাকাতেই ছিলেন দীনবন্ধু। সন্ধে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশেষে রাতে স্থানীয় একটি পানবরজের ভিতর থেকে দীনবন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
পরিবারের দাবি
মৃতের পরিবারের দাবি, দেহটি হাঁটু মোড়া অবস্থায় ছিল। তিনি আত্মহত্যা করেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের আরও দাবি, দীর্ঘক্ষণ নিখোঁজ থাকায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর টাওয়ার লোকেশন দেখে দীনবন্ধুর খোঁজ মেলে।