মন্দারমণিতে (Mandarmani News ) তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার । সোমবার সকাল সকাল চাঞ্চল্য ছড়াল সমুদ্র সৈকতে । পুলিশ সূত্রে খবর, এদিন সমুদ্রের কাছেই পাথরের উপর পড়েছিল ওই তরুণীর দেহ । মৃতার পরিচয় এখনও জানা যায়নি । খোঁজখবর চলছে । মন্দারমণি (Mandarmani Crime) থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকায় ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী এলাকার বাসিন্দা নন । তাঁদের অনুমান, কোনও পর্যটক হতে পারেন ওই তরুণী । তাঁকে খুন করে এখানে ফেলে রেখে দেওয়া হয়ে বলে এলাকাবাসীদের প্রাথমিক অনুমান । সেক্ষেত্রে তরুণীর দেহ সমুদ্রে ভেসে এসেছে নাকি মেরে ফেলে রাখা হয়েছে, সেই বিষয়ে জানতেই তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ।
আরও পড়ুন, West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, থাকবে গরমও
পুলিশ সূত্রে খবর, মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল । এছাড়া, তাঁর কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি । ওই তরুণীর পরিচয় পেলে তদন্তে সুবিধা হবে বলে জানাচ্ছেন পুলিশ । জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের আশেপাশের থানাগুলিতে খবর পাঠানো হচ্ছে । ইতিমধ্যেই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তরুণীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ।