ছ-তলা একটি বাড়ি থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম মানস দাস। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের MNK রোড এলাকায়। একটি ছ তলা আবাসনে থাকতেন মানস দাস। রবিবার সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসবাবু ওই আবাসনে থাকলেও সেটা তাঁর নিজের বাড়ি নয়। আত্মীয় বা অন্য কোনও ব্যক্তির বাড়িতে মাঝে মাঝে থাকতেন তিনি। সম্ভবত শনিবার রাতে ওই বাড়িতে এসেছিলেন তিনি। তারপর রবিবার সকালে আবাসনের পাশের রাস্তায় দেহ পড়ে থাকতে দেখা যায়।
Read More- রবিবার সকালেও যাত্রী দুর্ভোগ অব্যাহত শিয়ালদহ স্টেশনে, কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানস দাসের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় আঘাত লেগেছে। রক্তও পড়েছিল রাস্তায়। তাঁরা দ্রুত স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
আত্মহত্যা নাকি মানস দাসের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের পরেই পুরো বিষয়টি জানা যাবে।