বাড়ির পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সুহৃদ লেনে। মৃত ওই ব্যক্তি নাম গুঞ্জন সরকার। কোচবিহারের ওই বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন।
জানা গিয়েছে, জলপাইগুড়িতে স্ত্রীর সঙ্গে ফ্ল্যাটবাড়ি ভাড়া নিয়ে থাকতেন গুঞ্জন সরকার। সোমবার সকালে বাড়ির পাশে দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁরপর দ্রুত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। সেখানেই গুঞ্জন সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সূত্রের খবর, প্রচুর টাকা দেনা করেছিলেন ওই প্রাথমিক শিক্ষক। সেই টাকা মেটাতে পারছিলেন না তিনি। বারবার পাওনাদাররা তাঁর কাছে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান সেকারণে আত্মহত্যা করতে পারেন গুঞ্জন সরকার। তবে তদন্ত শুরু হয়েছে। তারপরেই বিস্তারিত ঘটনা জানা যাবে।