বেসরকারি কলেজের হস্টেল থেকে যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুর এলাকায়। ওই কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। তাঁর নাম শাবানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাবানার বাড়ি ঝাড়খন্ডে। তিনি কলকাতার ওই বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। বুধবার সকাল থেকে তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। অন্য আবাসিকরা তাঁকে ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। খবর দেওয়া হয় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুধুমাত্র পড়াশোনার সূত্রেই কলকাতায় এসেছিলেন শাবানা। তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। ওই যুবতির মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।