বিশ্বভারতীর আম্রপালি হস্টেল থেকে উদ্ধার হল এক পড়ুয়ার মৃতদেহ। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই আম্রপালি হস্টেলে ওই পড়ুয়ার মৃতদেহ দেখতে পান বাকি পড়ুয়ারা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
ঘটনার পরেই ওই এলাকায় পৌঁছয় বীরভূম জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের SDPO রিকি আগরওয়াল। তাঁকে ঘিরে ঘরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। তাঁদের দাবি, হস্টেল গেটে কোনও CCTV নেই। ফলে কারা যাতায়াত করছে সেবিষয়ে কোনও তথ্য থাকছে না। অবিলম্বে CCTV বসানোর দাবি তাঁদের।
পড়ুয়াদের অভিযোগ, মৃতদেহ উদ্ধারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছিল। কিন্তু তাদের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, খবর পেয়েই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে সেবিষয়ে বিস্তারিত জানা সম্ভব। একদিকে RG কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। তারই মধ্যে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।