যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্তের মাঝেই ইস্তফা দিলেন বিজ্ঞান বিভাগের ডিন সুবিনয় চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। তাঁর পদত্যাগ ঘিরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রও রয়েছে। এই ঘটনার পরেই অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কমিটির প্রধান ছিলেন ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী। কিন্তু রবিবার সকালে তাঁর পদত্যেগের বিষয়টি সামনে আসে।
এদিকে যাদবপুর নিয়ে প্রায় ১০দিন ধরে জলঘোলা চলছে। ছাত্র মৃত্যর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়াও রয়েছেন। এই ঘটনার পর শনিবার রাতে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউকে ওই পদে বসানো হয়েছে।