বর্ধমান 'বিষ মদ' কান্ডে মৃত্যু হল আরও দু'জনের। শুক্রবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজে মারা যান ভবানীপ্রসাদ সাঁই ও শম্ভু শর্মা। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় চার জন মারা গিয়েছিলেন। এর জেরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়।
শুক্রবার সকাল থেকে বমি করতে শুরু করেন ভবানীপ্রসাদ। প্রথমে তেমন আমল না দিলেও অসুস্থতা বাড়তে থাকায় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে সেখানেই মারা যান তিনি। মৃতের বাড়ি বর্ধমানের সরাইটিকরের নিবেদিতা পল্লীতে। অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় শম্ভু শর্মাকে শুক্রবারই ভর্তি করা হয়েছিল হাসপাতালে, সেখানেই মারা যান তিনি।
আরও পড়ুন- Amarnath Update: অমরনাথে বিপর্যয়ের পর হাওড়ার ৩ মহিলার কোনও খবর নেই, প্রশাসনের দ্বারস্থ পরিবার
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার লক্ষ্মীপুর কলেজ মোড় এলাকার স্থানীয় একটি হোটেল থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই দু'জন। আবগারি দফতরের তরফে ইতিমধ্যেই বেআইনি মদ বিক্রির দু'টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে, বর্ধমান থানার পক্ষেও মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।