যাওয়া আর আসার মাঝে সময় মাত্র তিরিশ মিনিট। তারমধ্যে রবিবার দুপুরে ভয়ঙ্কর তাণ্ডবলীলা দেখল উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি। এদিন দুপুরে হঠাৎ কালবৈশাখিতে জেলায় বলি চার জনের। আহতের সংখ্যা একাধিক। টুইট করে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উদ্ধারের কাজ শুরু হয়েছে।
ব্যাপক হাওয়ার সঙ্গে তুমুল শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় জেলার একাধিক এলাকা। গাছ পড়ে এবং বাড়ি ধসে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ময়নাগুড়ি এলাকায় উপড়ে পড়ে বড় গাছ। মাটির বাড়ি ধসে পড়ে তাসের ঘরের মতো। হঠাৎ করে এই ঘটনায় হতবাক জেলার মানুষ।
এদিন বিকেল তিনটে নাগাদ শুরু হয় এই তাণ্ডব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির রাজারহাট, বার্নিশ, বাকালি, জোরপাকড়ি, মাধবডাঙা, সাপ্টিবাড়ি গ্রামে। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত। নষ্ট হয়ে ফসল। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা।