এবার জোড়াফুলের আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের জন্য সবসময়েই সম্মুখ সমরে নামতে প্রস্তুত থাকেন এই যুব নেতা(Debangshu Bhattacharya), দলের একনিষ্ঠ কর্মী তিনি। অথচ তাকে বারংবারই বিরোধীদের টিপ্পনি শুনতে হয় দলে গুরুত্ব না পাওয়ার জন্য। যুব সংগঠনের দু’বারের সাধারণ সম্পাদক ছিলেন তিনি, কিন্তু নয়া কমিটি গঠন হতেই বাদ পড়েছিল তাঁর নাম। কিছুর উল্লেখ না করে ফেসবুকে অভিমানী পোস্টও করেছিলেন দেবাংশু।
আরও পড়ুন: ‘দেশকে নেতৃত্ব দেবে বাংলা', এনআরএসে সিভি আনন্দ বোসের গলায় প্রশংসার সুর, মিটবে কি তিক্ততা?
এবার রাত পোহাতেই এল সুখবর। তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, আইটি সেলের রাজ্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। বুধবার তৃণমূল কংগ্রেসের যুব কমিটি থেকে তাঁর নাম বাদ পড়তেই দুটি পোস্ট করেন দেবাংশু। ফেসবুকে একটি কালো ব্যাকগ্রাউন্ডে স্মাইলির ছবি পোস্ট করেন। এরপর দেখা যায় আরেকটি পোস্ট। লেখেন, 'লেফ্ট জব অ্য়াট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস।' কিছুক্ষণ পরই যদিও পোস্টটি ডিলিটও করে দেন।
তবে রাত পোহাতেই সুখবর পেলেন দেবাংশু ভট্টাচার্য। এদিকে, মোট ৪৭ জনের যুব কমিটি তৈরি করেছে তৃণমূল। সাধারণ সম্পাদক করা হয়েছে ১৭ জনকে। সেখানে আছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। বাণিজ্যমন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। শোভননদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যাও আছেন। সুব্রত বক্সীর পুত্র সপ্তর্ষি বস্কিও এই কমিটিতে আছেন।