বীরভূমের বড়শাল পঞ্চায়েতের উপ-প্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর কেটে গিয়েছে ১৩ দিন। এই ঘটনাকে কেন্দ্র করে ঝড় বয়েছে রাজ্য রাজনীতিতেও। আলোচনার এখনও কেন্দ্রে রামপুরহাটের ছোট্ট গ্রাম বগটুই। তার জেরেই ১৩ দিন পর, রামপুরহাট থানায় নতুন আইসি হিসাবে দেবাশিস চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হল। বগটুইয়ের ঘটনার জেরে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে অপসারিত করা হয়েছে।
গত ২১ মার্চ খুন হন তৃণমূল নেতা ভাদু শেখ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের ব্লক সভাপতি আনারুল শেখ-সহ আরও কয়েকজনকে। এই পরিস্থিতিতে শনিবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবাশিস চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে। আর্থিক দুর্নীতিদমন শাখা থেকে তাঁকে এই দায়িত্বে আনা হল।
এদিকে শনিবারও বগটুই ঘুরল সিবিআইয়ের দল। অফিসাররা ফের কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে। যে টোটো করে বাড়িতে আগুন দেওয়ার জন্য জ্বালানি আনা হয়েছিল, এদিন সেই দুটি টোটোকে আটক করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।