গল্পের বই? না পড়া হয়ে ওঠে না, তবে বেহালা বাজাতে ভালবাসে সে। মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ পেতেই লোকের মুখে মুখে তার নাম। দেবদত্তা মাঝি। ৭০০-তে ৬৯৭ পেয়েছে দেবদত্তা, ৯৯.৫৭ শতাংশ । দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী দেবদত্তা। বাবা জয়ন্ত কুমার মাঝি পেশায় স্কুল শিক্ষক।
সকালেই খবর পেয়েছেন দেবদত্তা, ভাল ফল আশা করেছিল, কিন্তু প্রথম হবে, ভাবতে পারেনি। দেবদত্তার সাফল্যের পেছনে খুটিয়ে টেস্ট পড়ার অভ্যাস, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়েছে দেবদত্তা। মা-বাবা-গৃহশিক্ষকদের পাশে পেয়েছে সে। ভবিষ্যতে আইআইটি তে পড়ার স্বপ্ন মাধ্যমিকের প্রথম স্থানাধিকারীর।
স্কুলের টেস্টেই ৬৯০ পেয়েছিল দেবদত্তা।
দঅবসরে কী করতে ভালবাসে দেবদত্তা, সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছে, গল্পের বই পড়া হয়ে ওঠে না, তবে বেহালা বাজাতে ভালবাসে সে।