যাদবপুর কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। তাঁর বিরুদ্ধেই ব়্যাগিয়ের অভিযোগ করলেন অপর অভিযুক্ত দীপশেখর দত্তের আইনজীবী। রবিবার আদালতে তিনি দাবি করেন, সৌরভের হাতেই তাঁর মক্কেল দীপশেখর হেনস্থা হয়েছেন। তাঁকে ব়্য়াগিং করা হয়েছে বলেও দাবি করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর তদন্তে প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরীকে। তিনি ২০২২ সালে অঙ্কে MSc পাস করেন। অভিযোগ, তারপরেও তিনি যাদবপুরের মেইন হোস্টেলে থাকছিলেন। এছাড়াও, স্বপ্নদীপের মৃত্যুর পর তাঁর বাবার করা FIR এ নাম ছিল সৌরভের।
এদিকে সৌরভকে শুক্রবার রাতে গ্রেফতার করা হলেও সেদিনই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মনোতোষকে। যদিও শুক্রবার রাতে সৌরভকেই প্রথম গ্রেফতার করা হয়। এবং রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে দীপশেখর এবং মনোতোষকে।
Read More- স্বপ্নদীপের সারা শরীরে সিগারেটের ছ্যাঁকার দাগ! উদ্বিগ্ন শিশু সুরক্ষা কমিশন
দীপশেখরের আইনজীবী সৌম্যশুভ্র রায়ের দাবি, দীপশেখরকেই ব়্য়াগিং করতেন সৌরভ। দীপশেখর গতবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাঁর পক্ষে এই কাজ করা অসম্ভব বলেও দাবি তাঁর।