নিয়োগ দু্র্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করে, তাঁর সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগে এবার রাজ্যে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় নালিশ করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। একইসঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির নোটিসও পাঠানো হয়েছে। শুধু শুভেন্দু অধিকারী নন, মানহানির নোটিস পাঠানো হয়েছে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বিরুদ্ধেও। অপরূপার আইনজীবীর অভিযোগ, সাংসদের নামে ভুয়ো অভিযোগ করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অতি সম্প্রতি আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। এই ব্যাপারে অপরূপার আইনজীবীর পাল্টা দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। কারণ, এই ব্যাপারে আরামবাগের সাংসদ কিছুই জানেন না। এমনকী, যে ভাবে সোশাল মিডিয়ায় এই অভিযোগ ভাইরাল করা হয়েছে, তাতে আরামবাগের সাংসদের সম্মানহানি হয়েছে।
এই ব্যাপারে অবশ্য বিজেপি তেমন কোনও আমল দিচ্ছে না। বরং তাদের দৃঢ় দাবি, নিয়োগ দুর্নীতিতে অপরূপার জড়িত না থাকার ব্যাপারে তাদের কাছে যথেষ্ঠ প্রমাণ রয়েছে।