ফের ডেঙ্গির আক্রমণে মৃত্যু হল এক যুবতির। মৃত ওই যুবতির নাম প্রিয়া রায়। তিনি বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা। ডেঙ্গির উপসর্গ নিয়ে সোমবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন প্রিয়া। রক্ত পরীক্ষা করার পরেই ডেঙ্গি ধরা পড়ে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় প্রিয়ার।
হাসপাতালের তরফে জানানো হয়, সোমবার যখন প্রিয়াকে ভর্তি করা তখন তার শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। ICCU-তে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়েছিল। এদিকে প্লেটলেটও কমতে শুরু করেছিল প্রিয়ার। প্লেটলেট দেওয়া হলেও কোনও কাজে লাগেনি।