রাজ্য জুড়ে ক্রমশই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যের বাকি জেলাগুলির তুলনায় ডেঙ্গির প্রভাব সব থেকে বেশি রয়েছে মুর্শিদাবাদে। বুধবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ১ নম্বর এবং ২ নম্বর জোনের সাধারণ মানুষকে সচেতন করতে শুরু করা হল ডেঙ্গু সচেতনতা অভিযান। এদিন সকালে বহরমপুর পুরসভার তরফে চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জির নেতৃত্বে এই সচেতনতার অভিযান শুরু করা হয়।
ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের ভূমিকা নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, রাজ্যে ডেঙ্গু সংক্রান্ত সমস্যার রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে এখনও জমা দেয়নি। অন্যদিকে, মুর্শিদাবাদের ডেঙ্গি নিয়ে জেলার স্বাস্থ্যকর্তাদের রিপোর্ট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
যদিও ডেঙ্গু রুখতে নবান্নের নির্দেশে গত ৫ই সেপ্টেম্বর থেকে বহরমপুরের সাধারণ মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করতে শুরু করেছে পুরসভা। এদিনও একই ছবি দেখা গেল বহরমপুরে ১ নম্বর এবং ২ নম্বর জোনে। এই অভিযান থেকেই বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। যাতে তাঁরা অযথা আতঙ্কিত না হন। বাড়ি পরিষ্কার রাখেন। জল না জমতে দেন। মশারি টাঙ্গিয়ে ঘুমোনোর পরামর্শও দেওয়া হয়েছে। একই সঙ্গে নালা, নর্দমা ও অপরিচ্ছন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করা হয়েছে।