পুজোর ঠিক আগে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো আতঙ্কজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর।
রাজ্য সরকার জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন করে
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মোট ৪,৭৪৪ জন, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪,২২৪ জন। স্বাস্থ্য দফতর অবশ্য জানিয়েছে, বুধবারের চেয়ে কমেছে দৈনিক ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবে তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার তেমন সম্ভাবনা দেখছে না স্বাস্থ্য মহল।
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় মোট ৬৩৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যা বুধবারের চেয়ে শ'তিনেক বেশি। বুধবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৯১২ জন। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। ভয়াবহ অবস্থা উত্তর ২৪ পরগনা জেলাতে। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি টপকে গিয়েছে।
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭০৪ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনার অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে গত এক সপ্তাহে ১,০১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতার অবস্থাও সুবিধার নয়। রাজধানীতে গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৬২১ জন। হাওড়ায় সংখ্যাটি ৫৫৯ জন। হুগলিতে আক্রান্ত হয়েছেন ৬৮৭ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং দার্জিলিঙের পরিস্থিতি আশঙ্কাজনক। দার্জিলিঙে গত এক সপ্তাহে ৩১৪ জন এবং জলপাইগুড়িতে ৩১২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্য দু'শোর নিচে ছিল।