রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যায় গত ৫ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের ডেঙ্গি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, কলকাতার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
গত সাতদিনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখন বঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৯৬। ২০১৭ সালের পর এত ভয়াবহ ডেঙ্গি চিত্র দেখা যায়নি। গত ৫ বছরে এই প্রথম বছরের ৪৪ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল।
রাজ্য সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ। রাজ্যের মোট ৪৮০৫৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহে আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ও কলকাতা।
গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। ওই জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯৯৯৩ জন। মুর্শিদাবাদে গত ৭ দিনে আক্রান্ত হয়েছেন ৮৬৪ জন৷ ওই জেলায় মোট আক্রান্ত ৫০৭৩ জন। এর পরেই রয়েছে কলকাতা। চলতি সপ্তাহে রাজধানীতে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৮১ জন। কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪২৮ জন।