ডেঙ্গি আতঙ্ক উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত বছরের মতোই এবারও মশাবাহিত ওই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। জেলায় প্রায় শতাধিক ডেঙ্গি আক্রান্ত রোগী মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর শুধুমাত্র রবিবার পর্যন্তই পুরুষ, মহিলা এবং শিশু মিলিয়ে ভর্তি হয়েছেন মোট ৭০ জনেরও বেশি।
জানা গিয়েছে, বনগাঁ হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন তাঁরা মূলত বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েত, বাগদার কুমির খোলার বাসিন্দা। পঞ্চায়েত এবং প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তাঁরা।
তাঁদের অভিযোগ, ডেঙ্গি দমনে কোনও সঠিক নেয়নি প্রশাসন। এমনকী, পঞ্চায়েতের তরফেও কাজ ঢিমেতালে হচ্ছে বলেও জানিয়েছেন।
Read More- রাজ্যে ডেঙ্গি বাড়ছে কেন? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী, ওয়াকআউট বিরোধীদের
যদিও প্রশাসনের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন। বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে।