নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি। যার ডেঙ্গির প্রকোপ বাড়ছে রাজ্যজুড়ে। গত কয়েকদিনের ডেঙ্গির পরিসংখ্যান রীতিমতো ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের কপালে।
ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
রাজ্যের ডেঙ্গির পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দেখে বেশ চিন্তায় রয়েছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুন - ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়তে পারে গরম
এই তিন জেলার মোট আটটি এলাকাকে ডেঙ্গি 'হটস্পট' হিসাবে চিহ্নিত করা হয়েছে। আপাতত বৃষ্টি কমার সম্ভবনা নেই। তাই প্রতিটি জেলায় ডেঙ্গি মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে প্রশাসন।