রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা৷ তার মধ্যে ঘাটতি দেখা দিয়েছে প্লেটলেট। তিলোত্তমার বিভিন্ন ব্লাডব্যাঙ্কে ফুরিয়ে এসেছে প্লেটলেটের ভাঁড়ার। জানা গিয়েছে, মানিকতলা, SSKM, RG Kar সহ শিশুমঙ্গল, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও প্লেটলেট তলানিতে। এদিকে ক্রমেই রাজ্যে জাঁকিয়ে বসছে ডেঙ্গি সংক্রমণ।
রাজ্যের অন্যান্য জেলাগুলোর অবস্থা আরও করুণ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মাত্র ৩৫ ইউনিট প্লেটলেট আছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ৩৩ ইউনিট , মালদা মেডিক্যাল কলেজে ২১ ইউনিট, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও রয়েছে মাত্র ২৭ ইউনিট প্লেটলেট।
প্রসঙ্গত, শনিবার রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ১৫ বছরের কিশোরীর। মৃত কিশোরীর নাম কায়নাত পারভিন। সে হুগলির বৈদ্যবাটির বাসিন্দা। শনিবার রাজ্যে ৭,৫৪৫ জনের ডেঙ্গি পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৯৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।