রাজ্যজুড়ে ক্রমেই ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবুও এক শ্রেণির মানুষের মধ্যে দেখা যাচ্ছে না কোনও হেলদোল। প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ উঠছে গাফিলতির। ডেঙ্গি আক্রান্তের নিরিখে এই মুহূর্তে পিছিয়ে নেই মুর্শিদাবাদও। জেলাবাসীর অভিযোগ, সরকারের তরফে ডেঙ্গি সংক্রান্ত যে তথ্য দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে।
ভয়ঙ্কর এই পরিস্থিতির কথা কাউকে জানিয়েই লাভ হয়নি বলেও অভিযোগ তাদের। তাই সংবাদ মাধ্যমের কাছেই নিজেদের দুর্দশার কথা জানালেন মুর্শিদাবাদবাসী। এলাকাবাসীদের অভিযোগ বারংবার পুরসভায় জানানোর পরেও জঞ্জাল ঠিকমতো পরিষ্কার করা হয় না। এই প্রসঙ্গে বহরমপুর পুরসভার একজন সাফাইকর্মী জানান, “আমরা শহরের জঞ্জাল সাফ করি, আমরা না থাকলে আপনাদের দুরবস্থার শেষ থাকবে না। তবু আমরা হরিজন বলে আমাদের কোনো কথা কানে নিতে চায় না পৌর কর্তৃপক্ষ। লোক দেখাতে এলাকার মেন রাস্তার ধারে ধারে কীটনাশক দেওয়া হয় নামেমাত্র। কিন্তু পাড়ার বা গলির ভেতর থাকা যায় না মশার উপদ্রবে।”
অন্যদিকে দিন কয়েক আগেই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কংগ্রেস নেতা মোহাম্মদ জহরের। এই প্রসঙ্গেই জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য- এলাকার বিশিষ্ট জন বা বড় নেতা আমলার মৃত্যু হলেই খবর পাওয়া যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যুর খবর চেপে দেওয়া হচ্ছে। গত ২ দিন ধরে শুরু হয়েছে তাদের এই সাফাই অভিযান। সেই মতো আজ সকালে শহরের খাগড়া এলাকায় গলি গলি ঘুরে ড্রেন পরিষ্কার ও কীটনাশক ছড়ানোর কাজ করতে দেখা গেল বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ একাধিক ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরদের।