টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুতে জড়িয়েছে লিভ-ইন-পার্টনার সাগ্নিকের (Pallavi Dey's Murder) নাম । তাঁর বিরুদ্ধে সোমবার খুনের অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার । সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলা নামে আরও একটি মেয়ের নামও উঠে এসেছে । এদিন তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে । কিন্তু, কে এই ঐন্দ্রিলা (Oindrila) ?
ঐন্দ্রিলা, পল্লবীর বান্ধবী । পল্লবীর সূত্রেই সাগ্নিকের সঙ্গে আলাপ হয় ঐন্দ্রিলার । প্রায়ই পল্লবীদের ফ্ল্যাটে আসত ঐন্দ্রিলা । শোনা যাচ্ছে, সেইসময় পল্লবীর সঙ্গে লিভ-ইনে থাকা সত্ত্বেও ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে জড়ায় সাগ্নিক । তাঁদের সম্পর্ক নিয়ে প্রথমে কিছুই জানতেন না পল্লবী । পল্লবীর পরিবারের অভিযোগ, পল্লবী যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন, তখন তাঁর অনুপস্থিতিতে ওই ফ্ল্যাটে ঐন্দ্রিলাকে নিয়ে আসত সাগ্নিক । পরে কোনওভাবে বিষয়টি জানতে পারে পল্লবী । তৃতীয় ব্যক্তি প্রবেশের পর থেকেই থেকেই সাগ্নিক ও পল্লবীর মধ্যে ঝামেলা-অশান্তি লেগেই থাকত ।
আরও পড়ুন | লিভ-ইন পার্টনার সাগ্নিক ও ঐন্দ্রিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের
ঐন্দ্রিলার নামে কেন অভিযোগ দায়ের করলেন পল্লবীর পরিবার ? এই বিষয়ে পল্লবীর পরিবারের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়নি । তবে, বলা হয়েছে পল্লবীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার পিছনে ঐন্দ্রিলাও রয়েছে । তাই এই অভিযোগের পিছনে যথেষ্ঠ কারণ আছে বলে জানান পল্লবীর আইনজীবী বিপ্লব গোস্বামী । তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে নারাজ তিনি । উল্লেখ্য, লিখিত অভিযোগে অভিনেত্রীর পরিবার জানিয়েছেন, এই খুনের নেপথ্যে অভিনেত্রীর উপার্জিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করারও উদ্দেশ্য ছিল খুনির ।
অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে একের পর এক নতুন তথ্য উঠে আসছে । প্রথম থেকেই সাগ্নিক নিয়ে নানান প্রশ্ন দানা বাঁধছে । পল্লবীর বাবার অভিযোগ, পল্লবীর থেকে নিয়মিত অর্থসাহায্য নিতেন সাগ্নিক। যা বিভিন্ন সময়ে ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে তাকে দিয়েছেন পল্লবী। সেই সব লেনদেনের তথ্যও রয়েছে পল্লবীর পরিবারের হাতে । এমনকি, বহুবার পল্লবীকে আঘাতও করেছেন সাগ্নিক। পল্লবীর শরীরে সেই সব আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে পল্লবীর বাবাকে জানিয়েছেন পল্লবীর সহকর্মীরাই ।