শেষ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪, দেশবাসী প্রহর গুনছে ফলাফলের। ইতিমধ্যেই একাধিক সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার দাবি, এবার বঙ্গে পালা বদলের ইঙ্গিত। সংস্থাগুলির দাবি, বাংলায় তৃণমূলের থেকে এগিয়ে থাকতে পারে বিজেপি। তবে সমস্ত পরিসংখ্যান উড়িয়ে, নিজের ‘এক্সিট পোল’ বের করলেন ঘাটালের বিদায়ী সাংসদ, দেব। গণনার আগেই জেলা তৃণমূলের নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে দেবের একটি হোয়াটস্যাপ চ্যাট ভাইরাল হয়ে পড়েছে।
Shah Rukh Khan New Look: গলায় স্কার্ফ, লম্বা খোলা চুল! আম্বানিদের বিয়েতে শাহরুখ 'যেন' জনি ডেপ
দেবের দাবি, হেসেখেলে তৃণমূল ২৬টি আসন পাচ্ছেই। সর্বোচ্চ ২৯ টি আসনও পাওয়া অসম্ভব নয়। তাঁর কথায় কর্মীদের স্পষ্ট আশ্বাস ‘আমরা জিতছিই’। শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূলের আশাহত কর্মীদেরই আশ্বাস দিয়েছেন দেব।