নিজেদের ধূপগুড়ি কী ধরে রাখতে পারবে বিজেপি ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ, মঙ্গলবার রাজ্যে একমাত্র বিধানসভায় উপ-নির্বাচন। সম্প্রতি বিজেপি বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই ধূপগুড়ি নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে ব্যাপাক দড়ি টানাটানি হয়েছে। এই পরিস্থিতিতে অশান্তি এড়াতে প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনি মোতায়েন করা হয়েছে এই উপ-নির্বাচনে।
সম্প্রতি এই নির্বাচনের প্রচারে এসে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস ৩১ ডিসেম্বরের মধ্যেই পৃথক মহকুমায় পরিণত হবে ধূপগুড়ি। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে অভিষেকে এই আশ্বাসকে নির্বাচনী বিধি ভঙের অভিযোগ করেছে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে নালিশ করা হয়েছে।
আরও পড়ুন : শনিবার অভিষেকের সভামঞ্চে প্রাক্তন বিধায়ক, রবিবার সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগ
পালা বদল করে নির্বাচনের আগে দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। রবিবারই শিবির বদলেছেন তিনি। উল্লেখ ২০২১ সালে এই কেন্দ্রে মিতালিকে হারিয়েই জয়ী হয়েছিল বিজেপি বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন।