প্রাথমিক ট্রেন্ডেই জয়ের গন্ধ পেয়েছে বিজেপি (BJP)। প্রথম রাউন্ডেই ১৭০০ ভোটে এগিয়ে যায় বিজেপি। এরপরই গণনাকেন্দ্রের বাইরে ক্যাম্পের পাশে মাংস-ভাতের আয়োজন করে বিজেপি। পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। বানারহাটে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা।
প্রত্যেক রাউন্ডেই ধুপগুড়িতে উত্থান-পতন চলছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধুপগুড়িতে প্রচারে এসেছেন। তার মঞ্চেও দেখা যায় বিধায়ক মিতালি রায়কে। তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে, ধারেভারে ধুপগুড়িতে তাঁরা পিছিয়ে। পাঁচ রাউন্ডে বিজেপি এগিয়ে।
আরও পড়ুন: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা, সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাউন্টিং