ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন ধূপগুড়ির মেয়ে অভিস্মিতা ঘোষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন। ভারতীয় নার্সিং কাউন্সিলের তরফে ২০২২ সালে এরাজ্য থেকে পুরস্কার প্রাপক হিসেবে অভিস্মিতার নাম ঘোষণা করা হয়েছে।
২০২০ সালে ধূপগুড়িরই সুনীতা দত্ত এবং ২০২১ সালে ধুপগুড়ির স্মিতা কর এবং চলতি বছর ফের এই পুরস্কার পেতে চলেছেন ধুপগুড়িরই অবিস্মিতা। তবে, সেবিকা এবং ধাত্রীবিদ্যার জন্য দেশের সর্বোচ্চ এই পুরস্কার কবে তাঁর হাতে তুলে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। অবিস্মিতা ছাড়াও দেশের মোট ১৪ জন সেবিকা এই পুরস্কার পাচ্ছেন।
অভিস্মিতা ঘোষ ২০০৯ সালে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিজের কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম পূর্ব আলতা গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার।
প্রায় তিন বছর থেকে পূর্ব আলতা গ্রামের গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন তিনি। তাঁর সাফল্যে খুশি জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর।