রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ (Covid cases)। রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবু হুঁশ নেই মানুষের।
শহরের রাস্তায় মাস্কের অভিযানের পাশাপাশি এবারে বাসের যাত্রীদের জন্য মাস্ক (Mask) নজরদারি ধূপগুড়ি পুলিশের।
সোমবার ধূপগুড়ি ট্রাফিক গার্ডের (Dhupguri Traffic Guard) উদ্যোগ মাস্ক নিয়ে অভিযানের পাশাপাশি সচেতনতার প্রচার করা হয়। মাস্কহীন মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। ধূপগুড়ির ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারা রাস্তায় প্ল্যাকার্ড হাতে মানুষকে সচেতনতা মূলক বার্তা দেয়।এমনকি পথ চলতি মাস্ক বিহীন মানুষদের মাস্ক পরিয়ে দিতে দেখা যায় ট্রাফিক ওসি অভিজিৎ সিনহাকে। শুধু তাই নয়,চলন্ত বাস থামিয়ে মাস্ক বিহীন মানুষকে সতর্ক করলেন পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এতেও মানুষ সচেতন না হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।