SFI এর শীর্ষ পদে রদবদল। শনিবার রাতে সংগঠনের সম্পাদক ও সভাপতি পদে দুই তরুণীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন সংগঠনের অনেকে। এর আগে সংগঠনের শীর্ষপদে একসঙ্গে দুই মহিলা দায়িত্ব পায়নি বলেই জানিয়েছেন অনেকে। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা হলেন দিধীতি রায় এবং বর্ণনা মুখোপাধ্যায়।
কেন ঐতিহাসিক ঘটনা?
এই ঘটনাকে অনেকে ঐতিহাসিক বলে আখ্যা দিলেও দলের অনেক সদস্য মনে করছেন এর ফলে সিপিএমের ভিতরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসনে পারে। এমনকি রাজ্য সম্মেলনে এর প্রভাব পড়তে পারে।
কোথায় বাড়ি?
তবে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের দুজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনায়। দিধীতি থাকেন রাজারহাটের নারায়ণপুরে এবং বর্ণনার বাড়ি সোদপুরে। যদিও দুজনই কলকাতায় পড়াশোনা করেন।
Read More- সমালোচনা বিদ্ধ এইমস, পিছু হঠে সোমবার ছুটি বাতিল করল হাসপাতার কর্তৃপক্ষ
কেন দুই মহিলাকে দায়িত্ব?
অনেকেই মনে করছেন, সম্প্রতি ব্রিগেড সম্মেলনে মীনাক্ষি মুখোপাধ্যায়কে ঘিরে CPIM কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। সেকারণেও SFI এর দায়িত্বে ২ মহিলাকে দায়িত্ব দেওয়া হল বলেও মনে করছেন অনেকে।