২ মাস গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ ছিল। জালে ওঠেনি ইলিশ। শুক্রবার এই মরশুমের প্রথম ইলিশ উঠল। দিঘা ও ডায়মন্ডহারবারের আড়তদার ও মৎস্যজীবীদের মুখে এবার চওড়া হাসি। গত দুদিনে সেখানকার বাজারে উঠেছে ৮০ টন ইলিশ।
কয়েকবছর ধরেই দিঘা সৈকতে ইলিশের দেখা পাওয়া যায়নি। এবার কিছুটা হলেও খরা কেটেছে। দিঘার বাজারে শুক্রবার অন্তত ৩৫ টন ইলিশ উঠেছে। আরও কিছু ট্রলার ইলিশ নিয়ে ফিরেছে। মৎস্য ব্যবসায়ীদের আশা, জালে ইলিশের পরিমাণ বাড়লে, বাজারে কিছুটা হলেও সস্তা হবে মাছ।
পূবালি হাওয়া, ঝিরঝিরে বৃষ্টি। এই পরিবেশ ইলিশের জন্য খুবই ভালো। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। তাই রবিবারের পর আরও ইলিশ জালে ধরা পড়বে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা।