দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের কাঁথি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা। দিঘাগামী একটি চার চাকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। জখম একাধিক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছিল ১১৬বি জাতীয় সড়ক। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে।
বুধবার বিকেলের দিকে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে একটি বাস এসে সজোরে ধাক্কা মারে। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।