ছুটির রবিবারে উত্তাল দিঘা। তবে ঢেউয়ে নয়, জনমানবে। তাই এদিন তিল ধারণের জায়গা নেই পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র জনপদে। শুক্রবার থেকেই কার্যত ছুটি মেজাজে গা ভাসিয়েছে বাংলা। সোমবার একদিন ডুব মারতে পারলেই, মঙ্গলবার ফের ছুটি। তাই, এই সুযোগ হাতছাড়া করতে নারাজ বাঙালি। এরমধ্যে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। অনলাইন ক্লাস হলেও, তা বেশিক্ষণের জন্য হচ্ছে না। এরমধ্যে আশঙ্কা ঘূর্ণিঝড়ের। তা আসার আগেই দিঘার আনন্দ চেটেপুটে নিতে চাইছেন পর্যটকরা।
ঘূর্ণিঝড় মোকা কোন পথে যাবে, তা ঠিক হয়ে যেতে পারে আজ, রবিবার। তবে প্রাথমিক পূর্বাভাসে দাবি করা হয়েছে, এই সামুদ্রিক ঝড় বইতে পারে আন্দামানের দিকেই। তবুও রাজ্যের উপকূল এলাকা গুলিকে আগাম সতর্ক করা হয়েছে। যদিও এই ঝড় আসার আগে দিঘার আবহাওয়া কিন্তু ঝকঝকে। সকালে থেকে সূর্যের তেজ রয়েছে। বেলা বাড়াতে গরমও বাড়ছে।
আর এই মেজাজটাই উপভোগ করছেন পর্যটকরা। হোটেল মালিকদের মুখেও হাসি ফুটেছে। কারণ, গত কয়েক বছরে ব্যবসা বেশ মার খেয়েছে। তবে গত কয়েক মাসে আবার তা ঘুরে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগেই দিঘা ভরে গিয়েছিল পর্যটকদের ভিড়ে। এবারও সেই একই ছবি। শুধু দিঘা নয়, পাশের তাজপুর এবং মন্দারমণিতেই ছুটির দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো।