দিঘার হোটেলে পর্যটককে ধর্ষণের অভিযোগ। হোটেলের ঘর দেখানোর নাম করে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী এক বন্ধুর সঙ্গে ঘুরতে যান। সারাদিন ঘুরে বেড়ানোর পর রাতে তাঁরা দিঘাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন - ছেলের মৃত্যুর জন্য দায়ী কে ? পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বাবা-মায়ের
অভিযোগ, সেই সময় মোটরবাইক দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন যুবক তাঁদের হোটেল ঘর দেখনাওর নাম করে বাইকে তুলে নেন। এরপরেই অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে ওই তরুণীকে মারধর করে ধর্ষণ করা হয়। বন্ধুকেও মারধর করে সামনে বসিয়ে রাখা হয়েছিল।