দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এবার বিশেষ হোয়াটসঅ্য়াপ নম্বর চালু করল দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। হোটেলের বাড়তি ভাড়া, টোটোর সমস্যা সহ পর্যটকরা যে কোনও সমস্যায় পড়লে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন। অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা গ্রহণ করবে পর্ষদ কর্তৃপক্ষ।
মাস খানেক আগে পর্যটকদের সমস্যা দূর করতে অভিযোগ বক্স বসানো হয়েছিল দীঘায়। কিন্তু সেখানে একটিও অভিযোগ জমা পড়েনি। সেকারণে এবার ডিজিট্যাল পথ অবলম্বন করল পর্ষদ। পুজোর পর থেকে Whatsapp এ ওই পরিষেবা চালু হয়ে যাবে।
দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস মণ্ডল জানিয়েছেন,পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য হোয়াটসঅ্য়াপ নম্বর চালু করা হবে। তবে পুজোর পর থেকেই পরিষেবা শুরু হবে।
Read More- শ্রীভূমি, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, সারবেন ভার্চুয়াল মাধ্যমে
এখন সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে দীঘায়। চলতি বছরেও কয়েক লাখ পর্যটক গিয়েছিলেন সেখানে। সেখানে পর্যটকদের সুবিদার জন্যই এই পরিষেবা চালু করা হচ্ছে।