পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। এই আবহে খারাপ খবর সুরাপ্রেমীদের জন্য। কারণ পঞ্চায়েত নির্বাচনের কারণে মদের দোকান বন্ধ থাকবে আগামী পাঁচ দিন। এমনকি হোটেল-রিসর্ট-পানশালায়ও পাওয়া যাবে না মদ। এমনটাই নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই জেলায় জেলায় বিজ্ঞপ্তি করেছে আবগারি দফতর। বলা হয়েছে, ৬ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে আগামী ৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই সমস্ত এলাকায় মদের দোকান এবং পানশালা বন্ধ রাখতে হবে।
আরও পড়ুন - বয়স পেরিয়েছে ১০০, বিছানায় শয্যাশায়ী, কিন্তু পায়ে হেঁটেই ভোট দিতে যাবেন হারাধনবাবু
অন্যদিকে, ১০ জুলাই যে সব এলাকায় পুনর্নিবাচন করা হবে সেখানেও মদ বিক্রি বন্ধ থাকবে। ১১ জুলাই ফল ঘোষণা হবে সেদিনও একই নির্দেশিকা বজায় থাকবে। সব মিলিয়ে মোট ৫ দিন দিঘা থেকে দার্জিলিংয়ে জারি থাকবে এই নির্দেশিকা।