মধ্যমগ্রামে বিজেপি (BJP) প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষ চলে যাওয়ার পর রাস্তা দুধ দিয়ে শুদ্ধ করা হয়।
দিলীপ বলেন, "কেউ আমাকে জয় শ্রী রাম বলে স্বাগত জানাচ্ছে। কেউ জয় বাংলা বলে। আমার কিছু সমস্যা নেই।" এরপরেই তাঁর কটাক্ষ, বাংলার রাজনীতিকে কুৎসিত ব্যক্তি আক্রমণের স্তরে নামিয়ে এনেছে তৃণমূল।
আরও পড়ুন: TMC: তৃণমূল প্রার্থীদের মিছিলে জনজোয়ার, উত্তর দমদমের বাড়ি বাড়ি প্রচার চালাল ঘাসফুল শিবির