সোমবার পুরুলিয়ায় (Purulia) প্রশাসনিক বৈঠকে কার্যত রণংদেহী মেজাজে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) । বিভিন্ন সরকারি দফতরের কাজে ঢিলেমি, দফতরের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । জেলাশাসককে কড়া ভাষায় তিরষ্কার করেন তিনি । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তাঁর আক্রমণ (Dilip Ghosh Attacks Mamata Banerjee), 'মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন মেনে নিয়েছেন অফিসার-নেতারা দুর্নীতি করছেন । মাইকে এসব বলে কিছু লাভ নেই । এই বিষয়ে সমাধান করতে হবে ।'
পুরুলিয়ায় ভূমি ও ভূমি সংস্কারের কাজে অসঙ্গতির কথা, দুর্নীতির কথা কার্যত শিকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী । ভূমি ও ভূমি সংস্কার দফতরে মিউটেশন করাতে এসে লেখাপড়া না জানা আদিবাসী মানুষগুলো কীভাবে হেনস্থার শিকার হচ্ছেন, তার বিবরণ নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'দুর্নীতির আমরা দেখছি, লোক আমাদের কাছে বলছে । ওঁদের কাছে লোক ভয়ে কিছু বলেন না । দুর্নীতি যে আছে, সেটা মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন । অফিসার থেকে নেতা, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে । মাইকে এসব বলে কিছু লাভ নেই । এই বিষয়ে সমাধান করতে হবে । সমাধান না করলে ধরে নিতে হবে এর সঙ্গে দলের লোকেরা যুক্ত আছেন ।'
আরও পড়ুন, Mamata Banerjee slams purulia DM : পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক, জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর
সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে জেলার এক তৃণমূল (Tmc) নেতা অভিযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে সরকার যে টাকা আদায় করে তার কোনও হিসাব পাওয়া যায় না । ওই নেতার অভিযোগ, সেগুলি নাকি গুটি কয়েক জনের পকেটেই চলে যায় । তৃণমূল নেতার এই অভিযোগের পরেই পুরুলিয়ার জেলাশাসককে কার্যত চেপে ধরেন মুখ্যমন্ত্রী । সপাটে তাঁকেই পাল্টা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই যোগ করেন, ‘‘এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েকজন এত লোভী কেন হয়ে গিয়েছে । আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম । তাদের আমি সবসময় শাসন করি ।’’
গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার বেশ কয়েকটি ব্লকে জমির মিউটেশন নিয়ে বিস্তর অভিযোগ উঠছিল । বিশেষ করে আদিবাসীদের জমি মিউটেশনের জন্য বিশাল পরিমাণ টাকা দালালি হিসাবে চাওয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয় । এদিন পুরুলিয়ায়ি প্রশাসনিক বৈঠকের মঞ্চে এমন বেশ কিছু পরিবারকে হাজির করা হয়, যাঁদের অভিযোগ ব্লক ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে । তাঁদের মুখ থেকেই অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী । বলরামপুর থানার আইসিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেন । মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে দুটি জায়গা থেকে বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে ।