করোনা (Coronavirus) সংক্রান্ত বিধিনিষেধের কথা বলে আটকানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রচার। কিন্তু ছাড় পাচ্ছে তৃণমূল (TMC)। বিধাননগরে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির ( BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপের অভিযোগ, করোনা বিধির অজুহাতে বিজেপির প্রচার ভেস্তে দেওয়া হচ্ছে। অথচ ছ'শো লোক নিয়ে প্রচার করছে শাসকদল।
আরও পড়ুন: Municipal Election: করোনা আবহে ৪ পুরভোটে ৩০ শতাংশ অতিরিক্ত ভোটকর্মী নিয়োগ করল কমিশন
মেদিনীপুরের সাংসদের দাবি, কেন্দ্রীয় সরকার করোনা নিয়ে যে গাইডলাইন দিয়েছে, তা মানেনি কেন্দ্রীয় সরকার। এর ফলে বিপন্ন হচ্ছে রাজ্যের মানুষের জীবন।