'ভিখারি বানিয়ে রেখেছে সকলকে।' শনিবার দুর্গাপুরের সভা থেকে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh on TMC Govt.)। খাদ্যসাথী প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভা থেকে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে কিছু দিয়েছেন! তিনি তো বলেছেন আজীবন দেবেন। কেন্দ্র সরকার(Central Govt.) এই উদ্যোগ বন্ধ করবে বলায় চারিদিকে দৌড়চ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সাংসদরা। বলছেন বন্ধ করবেন না। ভিখারি বানিয়ে রেখেছে সকলকে। ২ টাকা কিলো চাল যে কেন্দ্র সরকার দেয়, তাও এদিন মনে করিয়ে দেন এই বিজেপি সাংসদ(BJP MP)।
শনিবার দুর্গাপুরের সভা(BJP Meeting in Durgapur) শেষে অনুব্রত(Anubrata Mondal) প্রসঙ্গেও সুর চড়ান এই বিজেপি সাংসদ। দিলীপ জানান, "অনুব্রতর হাতেই TMC-র প্রাণ। তাই বারেবারে তাঁর দিল্লি যাওয়া আটকানোর চেষ্টা করা হচ্ছে।" তবে আইনের হাত থেকে যে বীরভূমের 'কেষ্ট' রেহাই পাবে না, তাও এদিন জানিয়ে দেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।