সাম্প্রতিককালে রাজ্যে ঘটা শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে সুর চড়ালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুরের বোগদায় তাঁর অভিযোগ, দুর্নীতিতে ডুবে আছে শাসক দল। তৃণমূলের বিসর্জনের বাজনা বেজে গিয়েছে বলেও কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পাশাপাশি, বিজয়া সম্মিলনী নিয়েও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ।
এই বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের বিজয়া সম্মিলনী আদতে 'কাটমানির টাকায় মস্তি'। তাঁর কথায়, সমাজের সবাইকে নিয়ে আনন্দ না করে নির্দিষ্ট একটি দলের লোকেদের নিয়ে আনন্দ করা হবে। যার ফলে সমাজে অসামঞ্জস্য দেখা দেবে।
এদিনের চায়ে পে চর্চায় দিলীপের দাবি, তাঁরাও মন্ডলে মন্ডলে প্রায় ১২০০টি বিজয়া সম্মিলনী করেছেন। কিন্তু তৃণমূলের এই বিজয়া সম্মিলনীতে ঠিক কী হয়, তা তাঁরা ভাল করেই জানেন বলে মত দিলীপের।